অভিবাসী দিবসে র‌্যালি–মেলা কক্সবাজারে

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কক্সবাজারে র‌্যালি, সচেতনতা মেলা, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে এসব কর্মসূচি পালিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আ: মান্নান বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের পাশাপাশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশে গেলে প্রবাসীরা ব্যক্তিগতভাবে যেমন উপকৃত হবে, তেমনি দেশের অর্থনীতিতেও তাদের অবদান বহুগুণে বাড়বে। তিনি বিদেশে যাওয়ার আগে সঠিক ও বৈধ পদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন, ব্র্যাক কর্মকর্তা অজিত নন্দী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. নোমান, ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন খান, প্রত্যাশী সংস্থার সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুনসহ সংশ্লিষ্টরা।

সভায় প্রবাসীদের অবদান, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নিরাপদ অভিবাসন, কর্মসংস্থান ও প্রবাসী উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী।

অনুষ্ঠান শেষে রেমিট্যান্স আহরণে অবদানের জন্য দুটি বেসরকারি ব্যাংক ও দুইজন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি চারজন প্রতিবন্ধী ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের সন্তানের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এরপর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত হয়। প্রত্যাশী সংস্থার সিমস (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ে গণসচেতনতা বাড়াতে একটি পাপেট শো পরিবেশন করা হয়।

Post a Comment

0 Comments