কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। সে সময় জাহাজটিতে কোনো পর্যটক অবস্থান করছিলেন না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাস্থল পরিদর্শন করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুনে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হবে।
নুনিয়াছড়া ঘাট এলাকায় এমন ঘটনায় নদীপথে যাত্রী নিরাপত্তা ও নৌযানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে প্রশাসন।
0 Comments