এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম সংগ্রহের পর হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসন বেগম খালেদার। এলাকা বাসী অধীর আগ্রহে ভোট দিতে অপেক্ষা করছেন।
তিনি আরও জানান, নেতা-কর্মীদের চাহিদা অনুযায়ী তিনটি স্থান থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হচ্ছে। এরপর শাজাহানপুরের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আরও একটি ফরম সংগ্রহ করা হবে। গাবতলী ও শাজাহানপুর উপজেলাসহ এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার।
দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
0 Comments