শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার পর তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নীরবে শ্রদ্ধা জানান তিনি।
এর আগে, তারেক রহমানের পক্ষ থেকে নিয়ম মেনে শুক্রবার বিকেলে বিএনপির নেতারা জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। পরে সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন।
0 Comments