বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের জন্য ঢাকার বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে আহত করা হয়। চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে থাকা আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে।
আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তার অবস্থাকে ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানান।
পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদি তখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এবং পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
0 Comments