সালাহউদ্দিনের সমবেদনা–জামায়াত প্রার্থীর বাড়িতে

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে গিয়ে তার প্রয়াত পিতার প্রতি শোক ও সমবেদনা জানান। রাত ৯টার দিকে তিনি ও তার স্ত্রী—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমদ—চকরিয়ার হারবাং এলাকায় ফারুকের পরিবারের সঙ্গে দেখা করেন।

এর আগে দিনব্যাপী তিনি খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। দীর্ঘ ১৭ বছর পর নিজের এলাকায় নির্বাচনী গণসংযোগে নেমে তিনি উন্নয়ন, গণতন্ত্র ও শান্তিশৃঙ্খলার প্রতীক হিসেবে ধানের শীষে সমর্থন চান। একই সঙ্গে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রচারণায় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, সোমবার (১ ডিসেম্বর) আবদুল্লাহ আল ফারুকের পিতা নুরুল কবির (৭০) মৃত্যুবরণ করেন। সেদিনই হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments