বান্দরবানে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা

ফরহাদ আহমদ সজল, বান্দরবান: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব শামীম আরা রিমি। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি–বেসরকারি দফতরের কর্মকর্তা, নারী নেত্রী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ঘোষণা করা হয়। এর মধ্যে ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন লামা উপজেলা পরিষদের সাবেক সফল মহিলা ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী নেত্রী শারাবান তাহুরা। নির্যাতন ও দীর্ঘ প্রতিকূলতাকে জয় করে সমাজে নেতৃত্বের জায়গা তৈরি করা, নারীর অধিকার ও উন্নয়নে অবদান রাখা এবং নারী সমাজকে সচেতন ও সংগঠিত করতে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শারাবান তাহুরার সংগ্রামী জীবন অন্য নারীদের জন্য শক্তি ও সাহসের উৎস। তিনি সমাজে যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

সম্মাননা পাওয়ার পর শারাবান তাহুরা বলেন, এই অর্জন তার ব্যক্তিগত নয়—এটি সকল নির্যাতনজয়ী নারীর সংগ্রাম ও সাফল্যের প্রতীক। তিনি আগামী দিনে নারীর অধিকার ও উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শারাবান তাহুরার এই স্বীকৃতি দেখিয়ে দেয়—অধ্যবসায়, সাহস এবং দৃঢ় মনোবল থাকলে নারী যেকোনো প্রতিকূলতা অতিক্রম করে সমাজে পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠতে পারে।

Post a Comment

0 Comments