কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যাতায়াতের একমাত্র পথ মগনামা জেটি ঘাট বর্তমানে চরম বেহাল অবস্থায় দাঁড়িয়ে আছে। বহু বছর সংস্কার না হওয়ায় অবকাঠামো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, আর প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে সাগর পারাপার করছেন।
জেটির মূল স্তম্ভে কংক্রিট খসে পড়ে অনেক জায়গা কঙ্কালসার হয়েছে। প্ল্যাটফরম ও মেঝেতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় অসাবধানতাবশত যেকোনো সময় যাত্রী সাগরে পড়ে যেতে পারেন। মূল পথের আটটি অংশে রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে, আর চারটি সিঁড়ির মধ্যে তিনটির ইট-সুরকি খসে পড়ে তৈরি হয়েছে গভীর গর্ত।
১৯৯০ সালে পানি উন্নয়ন বোর্ড এই জেটি নির্মাণ করে এবং ২০০৪ সালে সম্প্রসারণ করে। গত ২১ বছর ধরে প্রায় ৩ লাখ অধিবাসীসহ মালেকশাহ দরবারে যাতায়াতকারী অসংখ্য মানুষ এই ঘাট ব্যবহার করে আসছে। প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও ঘাটের সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সন্ধ্যার পর জেটি এলাকায় পরিত্যক্ত পরিবেশ তৈরি হয় অকেজো বাতির কারণে, ফলে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙা জেটিতে এখনো মালভর্তি ট্রাক ওঠানো হয়, যা ধসের ঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসন জানিয়েছে—বিপজ্জনক অবস্থা এড়াতে ভারী যান চলাচল আপাতত বন্ধ রাখা হবে। জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন, পরবর্তী অর্থবছরে ঘাটটি সংস্কার বা নতুন করে নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে।
0 Comments