কক্সবাজারে শীত বাড়ছে, নেই শৈত্যপ্রবাহ

ডিসেম্বরের শুরুতেই কক্সবাজারে নেমে এসেছে শীতের অনুভূতি। সমুদ্রতীরের হিম বাতাস, দুপুরে কম রোদ, আর সন্ধ্যায় কুয়াশার আবছা পর্দা—সব মিলিয়ে শহরের আবহ এখন পুরোপুরি শীতময়।

ভোরের ঠান্ডা বাতাস পাহাড় ও সমুদ্রের মাঝ দিয়ে বইছে, সন্ধ্যায় নেমে আসছে কুয়াশা। কক্সবাজারবাসী যেন অন্যরকম আবহ অনুভব করছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, এবার আগের বছরের তুলনায় বেশি শীত পড়ছে এবং অবস্থা পুরো ডিসেম্বর জুড়ে টিকে থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

ভোর ও সন্ধ্যায় হালকা কুয়াশায় পরিবেশ ঢাকা থাকতে পারে—এতে যানবাহন ও বিমান চলাচলে সতর্কতার পরামর্শ দিয়েছেন তিনি।

শীতের স্নিগ্ধ আবহে পর্যটনের ব্যস্ততা বেড়েছে কক্সবাজারে। স্থানীয়দের মতে, শীত উপভোগ করতে আগত পর্যটকদের প্রস্তুতি নিয়ে আসাই হবে উত্তম।

Post a Comment

0 Comments