মহেশখালীতে কুখ্যাত জিয়া বাহিনীর ৯ সদস্য আটক, বিপুল অস্ত্র উদ্ধার!

সিবি ডেক্স: কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কালারমারছড়া ইউনিয়নের সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ‘জিয়া বাহিনী’র ৯ সদস্যকে আটক করা হয়। তারা হলেন—মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭), আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) ও নাদিম উদ্দিন (৩৫)। সবাই মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।

বাংলাদেশ কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—কালারমারছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী স্থানীয়দের অস্ত্রের মুখে জিম্মি করে লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল করে রেখেছিল। তারা স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল।

পরবর্তীতে স্থানীয় জনগণ কোস্টগার্ডের কাছে অভিযোগ করলে, গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

Post a Comment

0 Comments