গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যানঘাটা এলাকার সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার মো. সোহেল (২২), কলাতলীর মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০) এবং টেকপাড়ার ইমরান সরোয়ার ইমন (২৫)।
পুলিশ জানায়, রোববার বিকালে কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সিএনজিতে করে আসা একদল ছিনতাইকারী টাঙ্গাইলের পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাটি জানাজানি হলে সদর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
0 Comments