টেকনাফে পাহাড় থেকে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর দুপুরে রিয়াজ উদ্দিন নামের ওই স্কুলছাত্র শখের বশে তার বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে অজ্ঞাতপরিচয় একদল অপহরণকারী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পায় পুলিশ। যৌথভাবে পরিচালিত অভিযানে এপিবিএন ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে নিরাপদে উদ্ধার করা হয় রিয়াজ উদ্দিনকে এবং নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে শিশুর ব্যবহৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “অপহরণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে এপিবিএন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments