ওজনে প্রতারণা! কক্সবাজারে জুয়েলারি ও ফিলিং স্টেশনে জরিমানা

সিবি ডেক্স: ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণের দোকানকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তাদের ঠকিয়ে মুনাফা লুটার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওজনে কারচুপির অভিযোগ পেয়ে ফিলিং স্টেশন ও স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ধরা পড়ে ৪টি স্বর্ণ দোকানে ওজন মেশিনে ত্রুটি ছিল। দোকান মালিকরা এক সপ্তাহ সময় চেয়ে অনুরোধ করেছেন যন্ত্র ঠিক করার জন্য। তাদের সতর্ক করে দেওয়া হয়েছে—পুনরায় ত্রুটি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বুধবার শহরের বিভিন্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত ৯টি ওষুধের দোকানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে। প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Post a Comment

0 Comments