মদিনার পথে দুর্ঘটনা, অলৌকিকভাবে রক্ষা পেলেন সাবেক এমপি কাজল পরিবার!

নিজস্ব প্রতিবেদক: গতকাল বুধবার (৬ আগস্ট) বিকালে সৌদি আরবের ইয়ানবু শহর থেকে পবিত্র মদিনায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল ও তার পরিবার। পরিবারসহ তিনি যে গাড়িতে করে যাত্রা করছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়।

তবে সৌভাগ্যবশত সৌদি পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা এবং হাইওয়ে মেডিকেল টিমের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা দুর্ঘটনার পরপরই সক্রিয় হয়। মহান আল্লাহর কুদরতে সবাই প্রায় অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। কাজল ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুকরিয়া আদায় করা হয়েছে। রাজনৈতিক অঙ্গন ও ব্যক্তিগত পরিমণ্ডলে এই ঘটনাকে অলৌকিক রক্ষা হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments