বাঁশখালীতে ভূমি দখলের চেষ্টা, প্রভাবশালী চক্র অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে ভূমিহীন ও অসহায় এক পরিবারের পৈতৃক বসতভিটা দখলের অভিযোগ উঠেছে সাবেক তিন ইউপি সদস্য ও তাদের ভাই-বোনদের বিরুদ্ধে। অভিযোগ অনুসারে, প্রভাবশালী এই চক্র শুধু জমি দখলের চেষ্টা করেনি, বরং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পরিবারটিকে হয়রানি করেছেন এবং বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন।

ঘটনাটি ঘটেছে সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোকামী পাড়ায়। ভুক্তভোগী পরিবার জানায়, সাবেক ইউপি সদস্যদের নেতৃত্বে এই চক্র তাদের এজমালী বসতভিটা জোরপূর্বক দখল করতে চেয়েছে। আদালতের সহায়তায় পরিবারটি অস্থায়ী নিষেধাজ্ঞা পেয়েছিল।

তবে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সাবেক ইউপি সদস্য ও সহযোগীরা হয়রানি অব্যাহত রাখেন। ২০২০-২১ সালে তারা পরিবারের সদস্যদের (ওয়ারিশান সনদ) আটক রেখে তড়িঘড়ি শুনানি চালিয়ে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ করে দেন। পাশাপাশি বাদীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও এখনও কোনো বিচার পাননি। সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার নোটিশ জারি করেন, তবে তা কার্যকর হয়নি। সহকারী প্রশাসনিক কর্মকর্তা অভিযোগকারীর সাক্ষাৎ বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে পরিবারটি বিচারহীনতার আশঙ্কায় ভুগছে।

স্থানীয়রা বলছেন, প্রভাবশালী চক্রের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড সাধারণ মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পৈতৃক বসতভিটা রক্ষার জন্য পুনরায় জোর দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments