কক্সবাজারে দেশের প্রথম রেলওয়ে স্ক্যানিং!

সিবি ডেক্স: বাংলাদেশে প্রথমবারের মতো রেলস্টেশনে যাত্রী লাগেজ স্ক্যানিং সেবা চালু হলো কক্সবাজারে। সোমবার (৪ আগস্ট) সকালে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের একটি আধুনিক স্ক্যানার মেশিন বসানো হয়েছে।

রেলস্টেশনের টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া জানান, এই স্ক্যানার মেশিনটি আমেরিকা থেকে আনা হয়েছে এবং এটি বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে প্রথম। মেশিনটি ওষুধজাত দ্রব্য, মাদক, আগ্নেয়াস্ত্র ও চোরাইপণ্য শনাক্ত করতে সক্ষম। সন্দেহজনক কিছু ধরা পড়লেই কেবল ব্যাগ খুলে পরীক্ষা করা হয়—যাতে যাত্রীদের অপ্রয়োজনীয় বিড়ম্বনা না হয়।

সোমবার সকালে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ওঠার আগে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে, আর যাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে এতে সহযোগিতা করছেন।

শান্ত বড়ুয়া আরও বলেন, “কক্সবাজার থেকে মাদক ও চোরাচালান বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীসেবা ও নিরাপত্তাও নিশ্চিত হবে। যাত্রীদের অনুরোধ করছি, ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে এসে স্ক্যানিং প্রক্রিয়ায় অংশ নিন।”

ঢাকাগামী যাত্রী সাইমন ইসলাম বলেন, “নতুন এই উদ্যোগ আমাদের নিরাপত্তা বাড়াবে। তবে অহেতুক হয়রানি যেন না হয়, সেদিকে কর্তৃপক্ষের নজর রাখতে হবে।”

এই উদ্যোগ কক্সবাজার রেলস্টেশনকে দেশের রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থায় নতুন এক মানদণ্ডে পৌঁছে দিয়েছে।

Post a Comment

0 Comments