বাকলিয়ায় ৪০ কেজি গাঁজা নিয়ে নারীসহ ৪ গ্রেপ্তার

সিবি ডেক্স: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় র‌্যাব-৭ এর অভিযানে তিন নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় পূর্ব বাকলিয়ার জাহাঙ্গীর কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আনোয়ারা বেগম (৬০), ছেনোয়ারা বেগম (৪০), দিলদার বেগম (৩৫) ও আব্দুল করিম (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্য মতে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিল। অভিযানে বিছানার নিচে রাখা তিনটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারদের মঙ্গলবার সকালে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

Post a Comment

0 Comments