আবারও হামলা! বগুড়ায় জাপা কার্যালয়ে ভাঙচুর

সিবি ডেক্স: বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে আবারও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কার্যালয়টিতে সম্প্রতি শুরু হওয়া নতুন সংস্কার কাজের ইটের গাঁথুনি ভেঙে ফেলে মোটরসাইকেলে আসা একদল যুবক।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারিতেও আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে একযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছিল। সেই হামলার পর থেকে জাপার কার্যালয়টি পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি নতুন করে মেরামতের উদ্যোগ নেওয়া হলে আবারও হামলার শিকার হয় কার্যালয়টি।

এ ঘটনায় এখনও জাতীয় পার্টির কোনো নেতা সরকারিভাবে মুখ খোলেননি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, রাতের আঁধারে কয়েকজন যুবক মেরামতের অংশে ভাঙচুর চালিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বারবার এ ধরনের হামলায় রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে বগুড়াবাসীর মধ্যে।

Post a Comment

0 Comments