ভারতে ঢুকতে চেয়েও আটকা! বেনাপোলে শাহবাগ আওয়ামী লীগ নেতা ফেরত

সিবি ডেক্স: যশোরের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে স্টপ লিস্টে নাম থাকার কারণে ভারতে ঢুকতে পারলেন না শাহবাগ থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে স্ত্রীসহ ভারতে প্রবেশের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে পৌঁছান তিনি। পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপ লিস্ট’-এ দেখতে পায় কর্তৃপক্ষ। ফলে তাকে সীমান্ত পার হতে না দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দেশে ফেরত পাঠানো হয়।

আবুল কালাম আজাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদীবাদ গ্রামে। তিনি আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, তার নামে কোনো মামলা না থাকলেও বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টার নিশ্চিত করেছে যে স্টপ লিস্টে নাম থাকার কারণে তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া যাবে না। শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ এবং এসবির সঙ্গে যোগাযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “স্টপ লিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না।”

এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে—স্টপ লিস্টে থাকার প্রকৃত কারণ কী?

Post a Comment

0 Comments