ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু! রামুতে সিএনজিকে টেনে নিল এক কিলোমিটার

সিবি ডেক্স: কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি সিএনজি অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত পর্যটকবাহী ট্রেনের নিচে পড়ে যায়। ট্রেনটি সিএনজিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রেলক্রসিংয়ে যথাযথ সিগন্যাল বা গেটম্যানের অনুপস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। বিষয়টি ঘিরে জনমনে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হচ্ছে।

Post a Comment

0 Comments