লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ কনস্টেবল আটক

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়া-বালুখালী এলাকার আকরাম উল্লাহ’র পুত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মনিরকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শনিবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে আসার পথে লোহাগাড়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

উখিয়ার বালুখালী এলাকার একাধিক স্থানীয় ব্যক্তি জানান, মনির পুলিশ পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তিনি বাড়িতে এলেই ইয়াবা নিয়ে আসতেন বলে এলাকায় গুঞ্জন ছিল। পুলিশ পরিচয় দেওয়ায় এতদিন কেউ তাকে তল্লাশি করত না। সর্বশেষ লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ে তার আসল চেহারা প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উখিয়া শাখার সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি পোশাক পরে মাদক ব্যবসা মোটেও গ্রহণযোগ্য নয়। দেশ ও জাতির প্রতি এটি এক বড় ধরনের বিশ্বাসঘাতকতা।

Post a Comment

0 Comments