ভারুয়াখালীতে জমি বিরোধের জেরে হামলায় নিহত যুবদল নেতা রহিম সিকদার | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সশস্ত্র হামলায় গুরুতর আহত যুবদল নেতা রহিম উদ্দিন সিকদার (পূর্বের ভারুয়াখালী ইউনিয়ন যুবদল সভাপতি ও বর্তমান বিএনপি’র যুগ্ম সম্পাদক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

রহিম সিকদারের ভাই ও ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান জানান, গত রোববার রাতে ফাতেরঘোনা এলাকার আব্দুল আল নোমান (স্থানীয় ইউনিট জামায়াত সভাপতি), তার জামাই মিজান, এবং সহযোগী মুজিব ও এনাম একযোগে রহিম ও তার ভাইদের উপর হামলা চালায়।

প্রচণ্ড মারধরের শিকার হয়ে রহিম উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। অবশেষে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ উজ্জল ফেসবুকে লিখেছেন, “ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতির হাতে যুবদল নেতা রহিম সিকদার নিহত হয়েছেন।”

এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Post a Comment

0 Comments