সিবি ডেক্স: পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সফওয়ানুল করিমকে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর এই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষাগত ও প্রশাসনিক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে সদা সচেষ্ট এই সাংবাদিকের মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনয়নকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও মাদ্রাসা সংশ্লিষ্টরা।
সফওয়ানুল করিম এর আগে শিক্ষা ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। পেকুয়ার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার ক্ষেত্রে তাঁর সক্রিয় অংশগ্রহণ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
0 Comments