জুলাই যোদ্ধা শাহেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত (Coxsbazar Bulletin)

সংবাদদাতা: কক্সবাজারের জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা শাহেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) বাসা থেকে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শাহেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর।

জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য পরিচিত শাহেদের এই দুর্ঘটনায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সহানুভূতির জোয়ার বইছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট দিচ্ছেন।

Post a Comment

0 Comments