গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, শহরে ১৪৪ ধারা জারি (Coxsbazar Bulletin)

সিবি ডেক্স: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে গাড়িবহরে হামলা চালানো হয়। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ থামাতে না পেরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. কামরুজ্জামান এই আদেশ জারি করেন।
সংঘর্ষের সময় এনসিপির সমাবেশস্থলে চেয়ার-টেবিল ভাঙচুর ও আগুন লাগানো হয়।

বর্তমানে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সহিংসতায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

Post a Comment

0 Comments