সিবি ডেক্স: গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে তিনি লেখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ — যা ছাত্র আন্দোলনকারীদের কাছে অপমানজনক ও ‘ট্রল’ হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা দাবি জানান মোশফেকুর রহমানকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলা করার।
আন্দোলনকারীদের দাবি, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর অতীতে তাদের আন্দোলনের সময় গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন এবং আওয়ামী লীগের ছায়ায় তাদের হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং অতীতের আচরণের বিচার দাবি করেন নেতাকর্মীরা।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, ফেসবুক পোস্টটি দেখার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মোশফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ছাত্র নেতারা।
0 Comments