গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও শাহপরীর আউটপোস্টের যৌথ দল গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুটি কাঠের ইঞ্জিনচালিত বোট থামাতে সংকেত দেয় বাহিনী।
কিন্তু পাচারকারীরা পালানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে বোট দুটি আটক করে কোস্ট গার্ড। পরে তল্লাশিতে পাওয়া যায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ প্যাকেট ম্যারিজ ব্র্যান্ডের সিগারেট।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, “আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
0 Comments