সালাহউদ্দিনকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটিয়ায় মহাসড়ক অবরোধ, উত্তাল বিএনপি – Coxsbazar Bulletin

সিবি ডেক্স: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা প্রথমে পটিয়া কলেজ গেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে এনসিপি নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।

পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে থানার মোড় চত্বরে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এই অবরোধে দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, যাত্রীরা গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

খোরশেদ আলম বলেন, “আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নাছির উদ্দিন পাটোয়ারীর কটুক্তিমূলক বক্তব্য অত্যন্ত দুঃখজনক। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বাংলাদেশে এমন বক্তব্য বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনকে এনসিপি নেতারা যেভাবে নিজেদের বলে দাবি করছেন, তা রাজনৈতিক কৌশলের নামান্তর। জনগণ তা মেনে নেবে না।”

বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Post a Comment

0 Comments