‘জুলাই সনদ’ নিয়ে কক্সবাজারে এনসিপির শোডাউন, সংস্কারের ডাক নাহিদ ইসলামের – Coxsbazar Bulletin

সিবি ডেক্স: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "জনগণ সংস্কার চায়, আর সেটাই দেশের উন্নতির একমাত্র পথ।" ১৯ জুলাই কক্সবাজারে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “জুলাই মাসেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা উচিত। কেউ ‘পিআর’ বুঝুক বা না বুঝুক, সংস্কার হবেই।” দেশের অগ্রগতির জন্য নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠনেরও প্রস্তাব দেন নাহিদ ইসলাম।

আসন্ন ৩ আগস্ট শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এনসিপির জনসভা থেকেই ‘জুলাই সনদ’ আদায়ের অঙ্গীকার করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “কক্সবাজার ছিল এক সময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য, গডফাদারদের ভয়ভীতির এলাকা। বর্তমান সরকার সেই গডফাদারদের অবসান ঘটিয়েছে। কক্সবাজারে নতুন কোনো গডফাদারের জন্ম হবে না।”

তিনি কক্সবাজারবাসীর সংগ্রামের স্মরণ করে বলেন, “জুলাই আন্দোলনে এই এলাকার সন্তানরা জীবন দিয়েছে। এমনকি রোহিঙ্গা যুবক নুর মোস্তফাও প্রাণ দিয়েছে। আমরা তার নাম তালিকাভুক্ত করার দাবি জানাই।”

তিনি কক্সবাজারকে দেশের ‘সমুদ্র শক্তির কেন্দ্রবিন্দু’ আখ্যা দিয়ে বলেন, “বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশ এগিয়ে যাবে। এর জন্য কক্সবাজারকে শক্তিশালী নৌঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে।”

এই সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব এস. এম. সুজা উদ্দিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে দুপুর ১২:৪৫-এ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়ে ২টার দিকে শহীদ দৌলত ময়দানে এসে জনসমাবেশে পরিণত হয়।

Post a Comment

0 Comments