গোপালগঞ্জ ছাড়লেন অবরুদ্ধ এনসিপি নেতারা, সেনা-পুলিশ পাহারায় নিরাপদ বহর | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: গোপালগঞ্জে হামলার মুখে পড়ার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় গোপালগঞ্জ ত্যাগ করেন।
১৫-১৬টি গাড়ির একটি সুরক্ষিত বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ছিলেন।

এর আগে, শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এই হামলার জেরে পুরো গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও পুলিশ ফাঁকা গুলি চালায়, এমনকি তাদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানিয়েছেন, “সব শীর্ষ নেতাকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।”

Post a Comment

0 Comments