সিবি ডেক্স: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের ওপর হামলা—এসব ঘটনা দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তের অংশ।”
তিনি আরও বলেন, দেশে চলমান অন্তর্বর্তী সরকারের পরিবেশকে বেকায়দায় ফেলতে স্বার্থান্বেষী মহল মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প নেই।
মির্জা ফখরুল দেশবাসীর উদ্দেশে বলেন, “গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে পড়বে।”
বিএনপি মহাসচিব বিবৃতিতে হামলায় আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
0 Comments