“৭১-এর চেতনার ব্যবসা যেমন, ২৪-এর গণঅভ্যুত্থান নিয়েও যেন না হয়”—সালাহউদ্দিন আহমেদ | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: “মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভাজন সৃষ্টি করে যারা রাজনীতি করেছে, সেই ফর্মুলা আমাদের নয়”—বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

২০ জুলাই রবিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশনের আয়োজনে 'স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়' শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন—

🔴 “স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে—এই বিভাজন তৈরি করেছে আওয়ামী লীগ। আমরা ৭১-কে মেনে নিয়েছি, বিভাজন নয়, চাই জাতীয় ঐক্য।”

🔴 “ঐক্য গড়তে হবে ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। এটা হবে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।”

🔴 “পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়েনি, শেখ মুজিবও ছাড়েননি, শেখ হাসিনাও সেই পথেই হাঁটছেন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন—৭১-এর চেতনার ব্যবসার মত করে কেউ যেন ২৪-এর অভ্যুত্থান নিয়ে ‘চেতনা ব্যবসা’ না করে।

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদকে স্মরণ করে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশের রক্তাক্ত ইতিহাসে শহীদ আবু সাঈদের নাম চিরভাস্মর হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন

অধ্যাপক শামীমা সুলতানা (জাবি)

সাংবাদিক মাহবুব মোর্শেদ

প্রকাশক মাহাবুর রহমান


অনুষ্ঠানে উন্মোচিত হয় ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের লেখা “স্ফুলিঙ্গ থেকে দাবানল” বইটি, যা ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা।

Post a Comment

0 Comments