কক্সবাজারে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শনিবার, সব প্রস্তুতি সম্পন্ন | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: “দেশ গড়তে জুলাই” কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ। প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শুক্রবার রাতেই কক্সবাজারে পৌঁছাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

জেলা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, “এটা কক্সবাজার—রাজনৈতিকভাবে এনসিপির জন্য উর্বর ভূমি। আশা করি, গোপালগঞ্জের মতো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না।”

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সংগঠক ওমর ফারুক জানান, সব উপজেলা থেকে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পদযাত্রা কক্সবাজার বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক হল ময়দানে গিয়ে এক বিশাল জনসভায় রূপ নেবে।

জানা গেছে, বিকেল ২টায় শুরু হওয়া ঐতিহাসিক সমাবেশে জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। ইতোমধ্যে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া, কেন্দ্রীয় নেতারা কক্সবাজার আসার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করবেন।

Post a Comment

0 Comments