জুলাই পদযাত্রার সূচনা আজ কক্সবাজারে, পাঁচ জেলার পথে কেন্দ্রীয় নেতৃত্ব | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজার থেকে আজ শনিবার (১৯ জুলাই) শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। এ উপলক্ষে কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাতেই কক্সবাজারে এসে পৌঁছান। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন জানান, সমুদ্র শহরে পদযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হবে পদযাত্রা। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, তাসনীম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সুষ্ঠুভাবে কর্মসূচি সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সাথে ইতোমধ্যে মতবিনিময় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এস এম সুজাউদ্দিন। কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ জানান, জেলার সব উপজেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতারা চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাবিরতিতে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করবেন।

Post a Comment

0 Comments