বুধবার (১৬ জুলাই) বিকেলে ৮-এপিবিএন অধিনায়ক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮-এপিবিএনের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন,
> “রোহিঙ্গা ক্যাম্পে মাদক, অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান চলছে। সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে সাহায্য করছে।”
তিনি আরও জানান, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহনির্ভরতা তৈরি হলে রোহিঙ্গা ক্যাম্প একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে উঠবে।
সভায় সাংবাদিকরা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ, ইয়াবা ও অস্ত্র চোরাচালান, অপহরণ, চাঁদাবাজি এবং সাধারণ রোহিঙ্গাদের মধ্যে থাকা আতঙ্কের চিত্র তুলে ধরেন।
তারা আরও কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান জোরদারের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন—
▶️ সহকারী অধিনায়ক (পুলিশ সুপার) উক্য সিং
▶️ অতিরিক্ত পুলিশ সুপার কায়সার রিজভী কোরায়েশী
▶️ উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার
▶️ সদস্য সচিব ফারুক আহমদ
▶️ সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির জুশান
এছাড়াও উখিয়া-টেকনাফ অঞ্চলের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 Comments