চকরিয়ায় আপন চাচিকে নিয়ে পালাল ভাতিজা!

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজের শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়ে যান এক ভাতিজা, যিনি একই এলাকায় বসবাসকারী।

ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্বামীর আত্মীয়—হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলাম (২৭)-এর সঙ্গে। বিষয়টি আগেও এলাকায় জানাজানি হয় এবং একবার স্থানীয় লোকজন তাঁদের আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

কিন্তু সামাজিক নিষেধাজ্ঞা ও পারিবারিক বাধা অগ্রাহ্য করে সম্পর্ক অব্যাহত রাখেন তাঁরা। সর্বশেষ ঘটনার রাতে জান্নাতুল মাওয়া তাঁর শিশুকন্যাসহ আরিফুল ইসলামের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ।

অভিযোগকারী মোহাম্মদ আজিজ জানান, “বাড়ির লোকজন আগেই এই সম্পর্ক নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তারা গোপনে যোগাযোগ চালিয়ে গেছে। শেষমেশ ভোররাতে এভাবে পালিয়ে যাওয়া খুবই লজ্জাজনক এবং অশোভন।”

জান্নাতুল মাওয়া এলির বাড়ি পাশের কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকায়। তাঁর বাবা মাহবুব আলম। কয়েক বছর আগে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয় মধ্যপ্রাচ্যপ্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাঁদের সংসারে রয়েছে একটি কন্যা সন্তান।

এই ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক শৃঙ্খলার ওপর এমন আঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা মনে করছেন, এই ধরনের ঘটনা না শুধু পরিবার ধ্বংস করে, বরং সমাজেও নেতিবাচক বার্তা দেয়।

এখনো নিখোঁজ চাচি-ভাতিজা এবং শিশুকে খুঁজে বের করতে পরিবার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার।

Post a Comment

0 Comments