সিবি ডেক্স: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কেসি গোল্ড টাওয়ারে অবস্থিত আরামবাগ ডি-ল্যাব নামক এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এক্স-রে করার সময় রোগীর ওপর খুলে পড়ে মেশিনের স্ট্যান্ডসহ টিউব, এতে অন্তরা আক্তার (২৮) নামের এক রোগীসহ তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে। আহত অন্তরা রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের ইতালি প্রবাসী আনোয়ার মোল্লার স্ত্রী। দেশে ফিরে কোমরের ব্যথা নিয়ে ডা. গোলাম সরোয়ারকে দেখাতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক্স-রে টেবিলে শোয়ার পরপরই মেশিনটি তার ওপর ভেঙে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে দুইজন স্টাফ আহত হন, যার মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে। ভুক্তভোগী অন্তরার ঘাড়েও আঘাত লাগে।
ঘটনার পর মোবাইল ফোনে স্বজনদের জানালে, অভিযোগ রয়েছে যে, ক্লিনিক কর্তৃপক্ষ অন্তরার খালাতো বোন তানিয়া বেগমের সঙ্গে অসদাচরণ করে।
আরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী ঘটনার দায় স্বীকার করে বলেন, "আমাদের ভুল আছে বলেই চুপচাপ সবার কথা শুনছি। টেকনিশিয়ানরা সঠিকভাবে ফিটিং না করায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে রোগীর বড় ক্ষতি হয়নি, বরং আমাদের স্টাফরা বেশি আহত হয়েছেন।"
রাজৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শামীম আক্তার বলেন, “এক্স-রে মেশিন খুলে পড়া অস্বাভাবিক বিষয়। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, “অতি শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনিবন্ধিত ও অব্যবস্থাপনায় পরিচালিত ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
0 Comments