বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব। এর আগের দিন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই নারী হলেন—রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভিন (৪৯) এবং তাঁর পুত্রবধূ রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।
তাদের সম্পর্ক শাশুড়ি ও বউ। জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—তারা দুজন মিলে ভ্যানচালক রুপল শেখ ওরফে শাহিন শেখের (২৭) বুকে ইট দিয়ে আঘাত করে।
এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে জেলা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং একে একে আসামিদের শনাক্ত করে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, এখন পর্যন্ত এ মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪ জন এজাহারভুক্ত আসামি, বাকিরা তদন্তে আসা নাম।
গ্রেপ্তারকৃত দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
0 Comments