ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তি

বৈষম্যহীন রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ঈদগাঁও উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিকদের সংগঠন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাব তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতিভোজের আয়োজন করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কক্সবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হাসান উজ্জ্বল, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, আমার দেশ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজারের সভাপতি নুরুল আমিন হেলালী, ঈদগাহ রশিদ আহমদ কলেজের প্রভাষক আনিছুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ, এডভোকেট এস কে ফারুকীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাব ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামীতেও পেশাদারিত্ব, নৈতিকতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনছুর আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু। এসময় সহ-সভাপতি বজলুর রহমান, সদস্য ইসতিয়াক হাদি, আবু বকরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে ইসতিয়াক হাদিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আজিজুর রহমান রাজুকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

Post a Comment

0 Comments