পূর্বাচলে তারেককে রাজকীয় সংবর্ধনা

টানা ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে এলাকায় নির্মাণ করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। কোথাও স্লোগানে মুখর মিছিল, কোথাও দলবদ্ধ জটলা—সবার মুখে একটাই উচ্চারণ, ‘লিডার আসছে’।
প্ল্যাকার্ড, ব্যানার, দলীয় গান ও স্লোগানে পুরো পূর্বাচল এলাকা যেন এক বিশাল উৎসবকেন্দ্রে রূপ নিয়েছে। নেতাকর্মীদের জন্য খাবার ও পানির যোগান দিতে পথে পথে হকারদের ব্যস্ততা দেখা গেছে। স্পিকারবাহী ট্রাকে বাজানো হচ্ছে দলীয় ও দেশাত্মবোধক গান।
নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।
দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা এটিকে ঈদের আনন্দ ও চাঁদ রাতের অনুভূতির সঙ্গে তুলনা করছেন। তাদের ভাষায়, দীর্ঘ নিপীড়ন ও অপেক্ষার পর প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন তাদের কাছে এক ঐতিহাসিক উৎসব।

Post a Comment

0 Comments