পেকুয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

কক্সবাজারের পেকুয়ায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ পিয়ার হাসান (২১)। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ আলমের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নজরুল ইসলাম নামের আরেক ব্যক্তি, যিনি মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। নিহত পিয়ার হাসান তাঁর নাতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য নজরুল ইসলাম ও তাঁর নাতি পিয়ার হাসান মোটরসাইকেলে করে পেকুয়া থেকে বাঁশখালী যাচ্ছিলেন। টৈটং ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পিয়ার হাসান সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত নজরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Post a Comment

0 Comments