বিরু মোল্লা হত্যা মামলায় অস্ত্র উদ্ধার

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত গভীর রাতে লক্ষীকুন্ডা ইউনিয়নের সাহাপাড়া মৌজায় তার মালিকানাধীন ৩ নম্বর ইটভাটার পশ্চিম পাশে অভিযান চালানো হয়। সেখানে টিন দিয়ে ঘেরা একটি অস্থায়ী টয়লেটের পেছনে মাটির নিচে পুঁতে রাখা একটি পুরোনো বাজারের ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগটির ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি রিভলভার, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং ২৬ রাউন্ড রিভলভারের গুলি পাওয়া যায়। সর্বশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দোনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি।
পুলিশ জানায়, পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণপাড়া মোল্লাপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিএনপি নেতা বিরু মোল্লা। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে প্রধান আসামি করে ১৮ ডিসেম্বর ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকা থেকে সিপিসি-২ ও র‍্যাব-১২ (পাবনা)–এর সহায়তায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments