কাউন্সিলর কাপের উদ্বোধনী দিনে রানের বন্যা

সায়মন বিসিবি কাউন্সিলর কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই চার ছক্কার লড়াইয়ে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বুধবার স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত তিনটি ম্যাচে জয় পেয়েছে পাহাড়তলী ঐক্য ফোরাম, আনবিয়া স্পোর্টিং ক্লাব এবং ওয়ার্নিস ওরিওর ঢাকা।
উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাহাড়তলী ঐক্য ফোরাম নির্ধারিত ওভারে ২৯৬ রান সংগ্রহ করে। জবাবে ২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইসিএ রাইজিং ফোর্স ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয়। ফলে পাহাড়তলী ঐক্য ফোরাম ১৪৩ রানের বড় জয় পায়। ম্যাচসেরা নির্বাচিত হন আনিসুল ইসলাম ইমন।
গ্রাউন্ড–১ এ সকালে অনুষ্ঠিত হয় আনবিয়া স্পোর্টিং ক্লাব ও বাংলা স্টার্স ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ। আনবিয়া স্পোর্টিং ক্লাব ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে বাংলা স্টার্স ক্রিকেট ক্লাব ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায়। এতে আনবিয়া স্পোর্টিং ক্লাব ১২৭ রানের বিশাল জয় নিশ্চিত করে। আনবিয়ার পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ১৪১ রান করেন তালহা, তিনি ম্যাচসেরা নির্বাচিত হন।
দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় কক্সবাজার ক্রিকেট একাডেমি ও ওয়ার্নিস ওরিওর ঢাকা। প্রথমে ব্যাট করে ওয়ার্নিস ওরিওর ঢাকা ১৭৯ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে কক্সবাজার ক্রিকেট একাডেমি ১৬.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। ফলে ওয়ার্নিস ওরিওর ঢাকা ৭৪ রানের জয় পায়।
সকাল ১০টায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ সজিব, টাইটেল স্পনসর সায়মনের পক্ষে ফার্নানডো, বিসিবি কাউন্সিলর সালাহউদ্দিন আহমদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, ইসমাইল নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবির, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন, আয়োজক কমিটির সদস্য এনামুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সায়মন বিসিবি কাউন্সিলর কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২১টি দল অংশগ্রহণ করছে। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

Post a Comment

0 Comments