কক্সবাজারের পেকুয়া উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পেকুয়া সেনা ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তোফায়েল আহমেদ। তিনি নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন জানান, প্রচণ্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে দিন কাটানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছিল। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ক্যাপ্টেন তোফায়েল আহমেদ বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতের তীব্রতা বিবেচনায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতের কষ্ট লাঘব সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
0 Comments