নোংরা শহীদ মিনার, এগিয়ে এলো বিডি ক্লিন

রেজাউল করিম, উখিয়া: বিজয় দিবস উদ্‌যাপন শেষে যখন অসংখ্য মানুষ শহীদ মিনার এলাকা ত্যাগ করেন, তখন চারপাশজুড়ে ছড়িয়ে পড়ে অবহেলা ও অপরিচ্ছন্নতার চিহ্ন। ফুলের তোড়া, প্লাস্টিকের বোতল, ব্যানার, খাবারের উচ্ছিষ্টসহ নানা ধরনের বর্জ্যে শহীদ মিনারের পরিবেশ হয়ে ওঠে মারাত্মকভাবে নোংরা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই পবিত্র স্থানে এমন দৃশ্য যে কতটা বেদনাদায়ক, তা সহজেই অনুমেয়।

এমন পরিস্থিতিতে নীরবে কিন্তু দৃঢ় প্রত্যয়ে এগিয়ে আসে দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম। বিজয়ের চেতনাকে শুধু ফুল দিয়ে নয়, দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের স্বেচ্ছাসেবীরা হাতে নেয় পরিচ্ছন্নতা অভিযান। শহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে তারা পরিত্যক্ত আবর্জনা সংগ্রহ করে, আশপাশের এলাকা পরিষ্কার করে এবং সবার জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে।

বিডি ক্লিন উখিয়া টিমের এই উদ্যোগ প্রমাণ করে—দেশপ্রেম মানে শুধু দিবস উদ্‌যাপন নয়; বরং দেশের প্রতিটি পবিত্র স্থানকে আগলে রাখা, পরিচ্ছন্ন রাখা এবং আগামী প্রজন্মের জন্য সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা। মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিডি ক্লিন উখিয়া টিমের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Post a Comment

0 Comments