আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৫ সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকালে উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগে থেকে টাঙানো ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়েছে।
চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিএমচর ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন স্টেশন, হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটক থেকে এসব প্রচারসামগ্রী অপসারণ করা হয়। অভিযানকালে চকরিয়া থানা পুলিশের একটি দল, আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে নির্বাচনী আচরণবিধি তদারকি করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসনের এই নজরদারি ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
0 Comments