রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানে নিজ বাসভবনে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান।
এ সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। এর আগে সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারেক রহমান আসার কিছুক্ষণ আগেই হাসপাতালে পৌঁছান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এর আগে বিকাল পৌনে চারটার দিকে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। প্রায় চার ঘণ্টা পর তিনি পূর্বাচলের সমাবেশস্থলে পৌঁছান। সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, তিনি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছেন। আল্লাহর অশেষ দয়ায় তিনি আবার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি।
0 Comments