কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল বৈদ্যুতিক সরঞ্জাম রাখার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে চকরিয়া পৌরশহরের সোসাইটি, উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকা ও আর্মি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফ। অভিযানে সহায়তা করেন চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি পরিদর্শক মো. হায়দার আলী, খাদ্য পরিদর্শক এবং চকরিয়া থানা পুলিশের একটি দল।
সংশ্লিষ্টরা জানান, অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে লেবেল না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে জরিমানা করা হয়।
অভিযানের প্রসিকিউটর ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় নবাব বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, বাজার ব্যাগ সুপারশপকে ৫ হাজার টাকা, ইয়াম্মি ফুড বেকারিকে ১০ হাজার টাকা এবং জুনি ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, আইন লঙ্ঘন করায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
0 Comments