উখিয়ায় সরকারি রাস্তা কেটে মাটি লুট

রেজাউল করিম, উখিয়া: উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম হিমছড়ি ফকির মিয়াজি পাড়ায় সরকারি ও জনসাধারণের চলাচলের রাস্তা কেটে মাটি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সমাজে নিজেদের শিক্ষিত, জ্ঞানী ও ব্যক্তিত্ববান হিসেবে পরিচিত কিছু ব্যক্তি রাতের আঁধারে এই অনৈতিক ও বেআইনি কাজ করে চলেছেন।

এলাকাবাসী জানান, নিজেদের জায়গা ভরাটের অজুহাতে পরিকল্পিতভাবে সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ কেটে মাটি নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন রাস্তার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তাটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাদের আমরা সমাজের সম্মানিত ও শিক্ষিত মানুষ হিসেবে জানি, তারাই যদি এই ধরনের নিকৃষ্ট কাজ করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?” তারা আরও বলেন, রাতের আঁধারকে কাজে লাগিয়ে এভাবে সরকারি সম্পদ লুট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কাটা রাস্তা দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করা হোক। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments