স্ত্রীর মৃত্যুর দুই মাসের মাথায় একমাত্র পুত্রের মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন সাংবাদিক আনছার হোসেন। তিনি জানান, দুই দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় তার সন্তানকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থার কোনো উন্নতি হয়নি এবং সে গভীর কোমায় চলে যায়।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম থেকে অক্সিজেন সাপোর্টসহ অ্যাম্বুলেন্সে করে রিতাজকে কক্সবাজার আনা হয়। সদর হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আনছার হোসেন আরও জানান, রিতাজ হোসেনের মরদেহ নুনিয়াছড়ার বাসভবনে রাখা হবে এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকালে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক আনছার হোসেনের পুত্রের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে টিটিএন পরিবার।
0 Comments